পড়াশোনা. জীবনগঠন. দ্বীনদারি
একটি নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে স্বাগত
শিক্ষা, সংস্কৃতি, সামাজিকতা, ঈমান-আখলাক ও তাহজিব-তামাদ্দুনের অপূর্ব সমন্বয়
(+880) 1758-266628



আমাদের সম্পর্কে
আমরা চাই শিশুরা হাসিখুশি থাকুক ও স্বাস্থ্যকর পরিবেশে সুশিক্ষা নিয়ে বেড়ে উঠুক
শহরের কোলাহল থেকে বাইরে নিবিড় গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে আমাদের প্রতিষ্ঠান ‘জামিয়া আল-হেরা টাঙ্গাইল’। শুরু থেকেই প্রতিষ্ঠানটি দ্বীনদার সচেতন অভিভাবকদের নজর কেড়েছে, আলহামদুলিল্লাহ।
দ্বীন কায়েমের মাকসাদ নিয়ে এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। অদ্যাবধি আমরা একই মাকসাদে কাজ করে চলেছি। শিক্ষার্থীদেরকে আমরা গড়ে তোলার চেষ্টা করছি একজন আদর্শ ওয়ারিসে নববি হিসাবে।

ইসলাম এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, আমরা চাই তার বাণী যথাযথভাবে সর্বমহলে পৌঁছুক। দ্বীনি শিক্ষা ও চেতনার শূন্যতা ও অভাব পূরণ হোক। এই চাওয়া থেকেই আমাদের উদ্যোগ।

মহাপরিচালক, জামিয়া আল-হেরা টাঙ্গাইল
২৪ ঘণ্টার তত্ত্বাবধান
বয়ঃকাঠামো ও প্রতিভা অনুযায়ী নেগরানি

নুরানি বিভাগ
নুরানির শিশু শিক্ষার্থীদের জন্য বিশেষ অনাবাসিকের সুযোগ রয়েছে। তাদের পাঠদানের জন্য আধুনিক শিক্ষাসিলেবাস অনুসরণ করা হয়। তাদের পাঠদানপ্রক্রিয়াও বিশেষায়িত। আমাদের চেষ্টা থাকে শিশুদের মহামূল্য সময়ের যথাযথ মূল্যায়ন করার।

হেফজ বিভাগ
হেফজের শিক্ষার্থীদের আমরা বিশেষভাবে তত্ত্বাবধান করে থাকি। তাদের দিনরাত চব্বিশ ঘণ্টার যাবতীয় বিষয়ের দেখভাল করি আমরা। চেষ্টা করি প্রতিটা কাজের জন্য তারা যেন সুন্দর রুটিন বজায় রাখতে পারে।

কিতাব বিভাগ
কিশোর-তরুণ শিক্ষার্থীদের নিয়ে এই বিভাগটি পরিচালিত হয়। এই বিভাগে অধ্যয়ন-অনুশীলন দ্বীনি শিক্ষায় পূর্ণ আলোকিত হয়ে ওঠার জন্য প্রস্তুত করা হয়েছে। কুরআন ও হাদিসের বিস্তারিত পাঠদান করা হয় এই বিভাগে। যুগের নানা প্রশ্নে ও তার সমাধানে কিতাব বিভাগের বিশেষ ঐতিহ্য রয়েছে।
সাহিত্য
ইসলামি জ্ঞান-গবেষণা, আধুনিক বিজ্ঞান ও অন্যান্য
মদীনা
কোরআন
আমাদের বৈচিত্র্য
শিক্ষায় আধুনিকতার সমন্বয়
বর্তমান সময়ের চাহিদা ও দাবি দ্রুত পরিবর্তনশীল। শিক্ষাক্ষেত্রেও এই বিষয়টি ঘটছে। প্রতি নতুন দিনে কোনো নতুন চাহিদা ও বিষয়ের সৃষ্টি হচ্ছে। আমরা চেষ্টা করছি উপযোগী বিষগুলোকে শিক্ষার সঙ্গে সমন্বয় করতে। কাজেই আমাদের রয়েছে :
- উপযুক্ত কর্মপরিকল্পনা
- দক্ষ ও সচেতন শিক্ষকমণ্ডলী
- যথাযথ তত্ত্বাধান
সাহিত্যচর্চা
সাহিত্যচর্চার মাধ্যমে আনন্দ লাভের পাশাপাশি শাশ্বত সত্যকে উপলব্ধি করা সম্ভব।
ক্যালিগ্রাফি
হরফ বা টেকসট ব্যবহার করে চমৎকার লেখন শিল্পকে ক্যালিগ্রাফি বলে।
কম্পিউটার
অফিস ম্যানেজমেন্ট, গ্রাফিকস ডিজাইন, ব্যাসিক প্রোগ্রামিং ইত্যাদি।
অন্যান্য
বাগানচর্চা, বক্তৃতা প্রশিক্ষণ, গবেষণা প্রভৃতির মাধ্যমে সৃজনশীলতার বিকাশ।






দৈনন্দিন কার্যক্রম
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে আমাদের ব্যবস্থাপনা
আবাসিক ভবন
আমাদের রয়েছে কয়েকটি উন্নত আবাসিক ভবন। থাকা ও পড়াশোনার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে এখানে। লাইটিং, পানিব্যবস্থাপনা, পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা ইত্যাদি রয়েছে যথাযথভাবে।
রুটিনব্যবস্থা
দিনরাত ২৪ ঘণ্টার প্রাতিষ্ঠানিক জীবন পরিচালনায় আমাদের উন্নত রুটিন রয়েছে। ঘুমানো, ঘুম থেকে ওঠা, নামাজ, কুরআন তেলাওয়াত, খাবারদাবার, গোসল ও ক্লাসের জন্য রয়েছে সুন্দর রুটিন।
খেলার মাঠ
একটি সবুজ ঘাসে ঢাকা বড় মাঠ রয়েছে আমাদের। শিক্ষার্থীদের বিকালবেলায় খেলাধুলার জন্য মাঠটি প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া বৃহদাকার অনুষ্ঠানের জন্য আমরা এই মাঠ ব্যবহার করে থাকি।
কম্পিউটার ল্যাব
আমাদের রয়েছে কম্পিউটারভিত্তিক প্রশিক্ষণের জন্য কম্পিউটার ল্যাব। দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে কম্পিউটারভিত্তিক বিভিন্ন দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে।
উন্নত খাবার
প্রতিষ্ঠানের খাবারের ব্যবস্থা যথেষ্ট উন্নত ও স্বাস্থ্যসম্মত। আমাদের খাবারের মেনু শিক্ষার্থী ও অভিভাবকদের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা এর মান বজায় রেখেছি।
২৪/৭ বিদ্যুৎ-জেনারেটর
পুরো প্রতিষ্ঠানে সবসময় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনের সময় আমরা জেনারেটর ব্যবহার করে থাকি। এর মাধ্যমে শিক্ষার্থীদের রাতদিন অবস্থানের ব্যবস্থাকে আরামদায়ক রাখার চেষ্টা করা হয়েছে।
প্রবন্ধ-নিবন্ধ
ইসলামি দৃষ্টিকোণ থেকে নানা বিষয়ে আলোকপাত
Hello world!
বড়দের মন্তব্য

একটি আনন্দমুখর শিক্ষালয়ের চেয়েও বেশি কিছু
আমাদের ব্যবস্থাপনাগুলোকে প্রাণবন্ত করার চেষ্টা করেছি। আসুন, দেখুন, চোখ জুড়িয়ে যান।